নিজস্ব প্রতিনিধি,
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া চলছে বিহারে। সেই প্রক্রিয়ায় তালিকা থেকে বাদ গিয়েছিল ৬৫ লক্ষ ভোটারের নাম। ফলে নতুন করে বাদ যাওয়া ভোটারের নাম তোলার কাজ চালাচ্ছে নির্বাচন কমিশন। সেই মত এখনও পর্যন্ত ৯৮.২ শতাংশ ভোটার নথি জমা দিয়েছেন। বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। নির্বাচনের আগে বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। তা নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। তবে গত ১লা আগস্ট এনিয়ে খসড়া তালিকা প্রকাশ করে কমিশন। তাতে দেখা যায় ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে নাম বাদ গেলেও, নতুন করে নাম তোলার ফের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছিল কমিশনের তরফে। সেই মত এই প্রক্রিয়া চালানো হচ্ছে। নাম তোলার জন্য ৯৮.২ শতাংশ ভোটার ফের নতুন করে নথিপত্র জমা দিয়েছেন বলে জানানো হয়েছে।
Akb tv news
24.08.2025