নিজস্ব প্রতিনিধি,
সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের তৈরি করা কনটেন্ট কোনও ভাবেই ‘স্পিচ ইমিউনিটি’ বা বক্তৃতার সুরক্ষার আওতায় পড়ে না। অতি সম্প্রতি এক গুরুত্বপূর্ণ নির্দেশে এমনটাই জানাল দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মল্যা বাগচির বেঞ্চ জানায়, মুক্ত বক্তৃতার নামে কমিউনিটির অনুভূতিতে আঘাত করা বা বিদ্রূপ করা চলবে না। এব্যাপারে আদালতের স্পষ্ট বক্তব্য, ডিজিটাল কনটেন্ট নির্মাতারা যদি বাণিজ্যিক উদ্দেশ্যে কনটেন্ট তৈরি করেন, তবে তাঁদের উপরও আইনগত দায়বদ্ধতা বর্তায়। এই নির্দেশ আসে সম্প্রতি পাঁচজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে। তাঁরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে একটি অনলাইন শো-তে অশালীন মন্তব্য করেন। পরে তাঁরা আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেও, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, শুধু আদালতে নয়, তাঁদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
Akb tv news
26.08.2025

