আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নয়া নির্দেশ ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    চলতি শিক্ষাবর্ষ থেকেই স্বাস্থ্যা পরিষেবা ও সংশ্লিষ্ট বিষয়গুলি মুক্ত-দূরশিক্ষা মাধ্য্ম এবং অনলাইনে আর পড়ানো যাবে না। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে এই মর্মে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যাললয় মঞ্জুরি কমিশন তথা ইউজিসি। ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যা ন্ড হেলথ কেয়ার প্রফেশনস অ্যাক্ট, ২০২১-এর আওতায় যে যে কোর্স তথা বিষয় ইউজিসি-র এই সাম্প্রতিক নির্দেশের তালিকায় পড়ছে, সেগুলি হল–সাইকোলজি, মাইক্রোবায়োলজি, ফুড অ্যা ন্ড নিউট্রিশন সায়েন্স, বায়োটেকনোলজি, ক্লিনিক্যা্ল নিউট্রিশন এবং ডায়েটেটিক্স।এই প্রসঙ্গে ইউজিসি-র সচিব মণীশ যোশী জানিয়েছেন, ‘‘কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই জুলাই-আগস্টের অ্যা কাডেমিক সেশন থেকে এনসিএএইচপি অ্যা ক্ট, ২০২১-এর আওতাভুক্ত এই বিষয়গুলি আর মুক্ত-দূরশিক্ষা মাধ্যরম বা অনলাইনে পড়ানো যাবে না। যদি আগে থেকে কোনও প্রতিষ্ঠানকে এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন কোর্সে পড়ানোর অনুমোদন দেওয়া হয়ে থাকে এই জুলাই-আগস্ট ২০২৫ সেশন থেকে, সে ক্ষেত্রেও তা প্রত্যা‘হার করে নেওয়া হবে ইউজিসি থেকে।’’ এর অর্থ এই যে, এতদিন যে সমস্ত প্রতিষ্ঠান হেলথ কেয়ার অ্যান্ড অ্যালায়েড বিষয়ে দূর ও মুক্তশিক্ষা মাধ্যম বা অনলাইনে নানা ধরনের কোর্স করাত, এবার তাদের তা বন্ধ করতে হবে।প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিল মাসে ২৪-তম ডিসট্যািন্ট এডুকেশন ব্যুরো ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সংক্রান্ত সুপারিশ করা হয়েছিল। 





    Akb tv news 

    26.08.2025

    3/related/default