ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে সারা রাজ্যের মতো আগরতলার টাউন প্রতাপগড়ে সাড়ম্বরে সিদ্ধিদাতা গণেশ চতুর্থী পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত হয় বিশেষ পূজা ও সমাজ কল্যাণমূলক কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা বিজেপি নেতা রাজীব ভট্টাচার্য্য। এদিন স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এবং টাউন প্রতাপগড়ের বিজেপি কর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে গরীব ও দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। সাংসদ রাজীব ভট্টাচার্য্য বলেন, গণেশ চতুর্থীর মূল বার্তা হল শুভ সূচনা ও অন্তরে পবিত্রতা। এই দিনে যে সমাজসেবামূলক কার্যক্রম আয়োজিত হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। গরীব মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্মের প্রকাশ। এই ধরনের উদ্যোগ আগামীদিনে আরও বড় আকারে হোক, সেটাই চাই। এদিন তিনি সরকারের বিভিন্ন জন কল্যাণ মূলক কাজের খতিয়ান তুলে ধরে মহিলা ক্ষমতায়নের দিকটিও তুলে ধরেন।
Akb tv news
27.08.2025

