আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বাধীনতা দিবসে সুদর্শন চক্র মিশন’ নামে একটি মহৎ উদ্যোগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

     দেশের স্বাধীনতা দিবসে সুদর্শন চক্র মিশন’ নামের একটি মহৎ উদ্যোগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মিশনের মাধ্যমে আগামী দশকের মধ্যে ভারতের নিরাপত্তা ব্যবস্থা গঠন এবং সুদৃঢ় করার লক্ষ্যে চালু করা হবে। ৭৯তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে প্রধানমন্ত্রী ওই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে শুধু প্রতিরোধ নয়, পাল্টা আঘাত হানার সক্ষমতাও গড়ে তোলা হবে। আকাশ, ভূমি ও সাগর-সীমায় শত্রুদের দ্রুত নিষ্ক্রিয় করতে সক্ষম হবে।এদিন প্রধানমন্ত্রী বিশেষ ভাবে উল্লেখ করেন, ভারতের যুদ্ধবিমান প্রকল্পের জন্য দেশীয় জেট ইঞ্জিনের উন্নয়ন কতটা প্রয়োজন। তিনি বলেন, রক্ষণশীল উত্পাদন খাতে এগিয়ে চলা অপরিহার্য। ‘অপারেশন সিঁদুর’ সাফল্যের জন্য সামরিক বাহিনীকে সাধুবাদ জানান নরেন্দ্র মোদি। এই অভিযানে পাকিস্তানের ওপর জোরালো আঘাত হানা হয়েছে। সেই ক্ষত দেশের প্রতিদিন নতুন করে প্রকাশ পাচ্ছে। প্রসঙ্গত, এ বছর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণে রেকর্ড সৃষ্টি করে ১০৩ মিনিট কথা বলেন। যা ২০২৪ সালের তার ৯৮ মিনিটের রেকর্ড ছাড়িয়েছে। এটি তার দীর্ঘতম ভাষণ বলে জানা গেছে l



    Akb tv news 

    15.08.2025

    3/related/default