আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    গোমতী জেলার পুলিশের উদ্যোগে বাইক রেলি অনুষ্ঠিত।। AKB TV News

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধিঃ 

    গোমতী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে  বৃহস্পতিবার বাইক রেলি অনুষ্ঠিত হয় উদয়পুর পুলিশ লাইন রিজার্ভ হেডকোয়ার্টার থেকে। এই রেলিতে জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রুশিকেশ দেসাই, ট্রাফিক ডিসপি অভিমুন্য আর প্রসাদ, ডিএসপি ডিআইবি শ্যামল দেববর্মা সহ জেলা উচ্চপদস্থ আধিকারিকগন উপস্থিত ছিলেন। পুলিশ  লাইন রিজার্ভ হেডকোয়ার্টার থেকে শুরু করে উদয়পুর সেন্ট্রাল রোড হয়ে মাতাবাড়ী পরিক্রমা করে পুনরায় পুলিশ লাইন রিজার্ভ হেড কোয়ার্টারে এসে শেষ হয় এই রেলি। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার বলেন হর ঘর  তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে গোমতী জেলার পুলিশের উদ্যোগে পঞ্চাশটি বাইক নিয়ে ৱ্যালি অনুষ্ঠিত হয় এবং ট্রাফিক সচেতনতা বার্তা সহ প্রতিটি ঘরে তিরঙ্গা উত্তোলনের  জন্য এদিন আহ্বান  করা হয়। 



    Akb tv news  

    14.08.2025


     

    • নবীনতর

      গোমতী জেলার পুলিশের উদ্যোগে বাইক রেলি অনুষ্ঠিত।। AKB TV News

    3/related/default