আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রথমে এই কৃষি গবেষণা কেন্দ্রে সফল ভাবে এমন সব ফল ফলানো হচ্ছে যা আগে রাজ্যে ছিল না ll মন্ত্রী রতন লাল নাথ ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    রাজ্যে এই প্রথম ফল রামভুটান পরীক্ষামূলক ভাবে সফলতা পেল কৃষি গবেষণা কেন্দ্রে নাগিছড়ায়। এই বিষয়টি খতিয়ে দেখতে শুক্রবার গবেষণা কেন্দ্রে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা। তিনি এদিন নিজ হাতে গাছ থেকে ফলন্ত ফল পেড়ে তা খেয়ে পরখ করে দেখেন। তিনি জানান অনেকে এই ফলকে হেয়ারি লিচু ও বলেন। সাধারণত জুলাই আগস্ট ও সেপ্টেম্বর মাসে তা হয়। যা খুবই উপকারি একটি ফল। নাগিছরায় এই ফল সফল ভাবে ফলানো সম্ভব হয়েছে। রাজ্যের এই আবহাওয়া যে এই ফল উৎপাদনে খুবই কার্যকর সে দিকটি এর ফলে সামনে আসল। এই ফসল বানিজ্যিক ভাবে ফলিয়ে এখন থেকে রাজ্যের কৃষকরা অর্থকরী ভাবে লাভবান হতে পারবেন বলে এর ফলে এদিকটিও প্রতীয়মান হল। মন্ত্রী এদিন জানান যে প্রথমে এই কৃষি গবেষণা কেন্দ্রে সফল ভাবে এমন সব ফল ফলানো হচ্ছে যা আগে রাজ্যে ছিল না। তা সফল হলে পড়ে কৃষকদের ডেকে এনে তা দেখিয়ে তাদের এই ফল চাষে উৎসাহিত করা হয়। যাতে তারা লাভবান হতে পারেন। তিনি এদিন এমনটাও জানান আগে রাজ্যে এভোগাডো ফল ছিল না। এখন রাজ্যে নতুন করে ২৬ হেক্টর জমিতে তা উৎপাদন করা হচ্ছে। যা কৃষকরা ফলিয়ে অনেক লাভবান হতে পারবেন। 




    Akb tv news 

    22.08.2025

    3/related/default