নিজস্ব প্রতিনিধি,
আমরা সব সময় চাই যে আমাদের দেশ বা রাজ্য যাতে সুরক্ষিত থাকে। ভারতবর্ষ যে সুরক্ষিত আছে তা অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে। মাত্র ২৪- ২৫ মিনিটে সন্ত্রাসীদের ঘাঁটি সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। রাজ্যেও যাতে নাগরিকরা সুরক্ষিত থাকে তার জন্য ভারতীয় সেনার তরফে প্রদর্শনী মূলক কলাকৌশলের অঙ্গ হিসেবে শুক্রবার আসাম রাইফেলস গ্রাউন্ডে ড্রোনের মাধ্যমে বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়। এদিন তা সরেজমিনে দেখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী জানান গত কয়েকদিন আগে ভারতীয় সেনার লেফটেন্যান্ট জেনারেল, ইস্টার্ন কমান্ড মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এ বিষয়ে বলেছিলেন। দেশের সব রাজ্যে এই ধরনের কার্যকলাপ সংগঠিত করা হচ্ছে। তাই রাজ্যেও এ ধরনের তা করার জন্য বলেছিলেন। এদিন তিনি বলেন যে ভাবে প্রযুক্তি এত ভাবে বেড়ে গেছে সে দিকে লক্ষ্য রেখে প্রযুক্তি নির্ভর যুদ্ধ আগামী দিনে হবে। সে দিক থেকে প্রযুক্তি নির্ভর সুরক্ষিত থাকতে হবে। সে ভাবে প্রজুক্তিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের ড্রোনের কলাকৌশল এদিন আসাম রাইফেলস গ্রাউন্ডে প্রদর্শনী মূলক করা হয়েছে। এদিন তিনি বিভিন্ন ধরনের ড্রোনের সম্পর্কে সেনা আধিকারিকদের কাছ থেকে অবগত হন।
Akb tv news
22.08.2025