নিজস্ব প্রতিনিধি,
শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে মন্ত্রী পরিষদের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে জানান পর্যটন খাদ্য ওপরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এদিন জানান আগামী ১৯ সেপ্টেম্বর থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে। যদিও বি এস সি মিটিং এর আগে বসবে এবং সেখানেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে কতদিনের হবে এই অধিবেশন। এদিন তিনি মন্ত্রী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা সমাজ কল্যাণ দফতরের অধীনে তিনটি প্রকল্পের সম্পর্কে জানান তিনি। মন্ত্রী এদিন জানান যে ৬০ শতাংশ ইন্টেলুকচুয়াল দিব্যাংগদের জন্য সামাজিক ভাতা বৃদ্ধি করে ৫০০০ টাকা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া অন্তোদয়ের অন্তর্গত কন্যা বিবাহের জন্য মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় এককালীন ৫০ হাজার টাকা এবং শ্রদ্ধাঞ্জলি যোজনার জন্য এককালীন ১০ হাজার টাকা সহায়তা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
Akb tv news
22.08.2025