নিজস্ব প্রতিনিধি,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্য জুড়ে জনমুখী নানা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।তবে এসব উন্নয়নমূলক কাজে একাংশ স্থানীয় মাফিয়া চক্রের বাধা সৃষ্টির অভিযোগ সামনে এসেছে।অভিযোগ, তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামি বাজারে নির্মীয়মান সাব-সেন্টারের কাজে বৃহস্পতিবার দুপুরে কিছু স্থানীয় যুবক জোরপূর্বক ব্যাঘাত ঘটায়।এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে যান কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা।মন্ত্রীর সঙ্গে ছিলেন বিজেপি কৃষ্ণপুর মণ্ডল সভাপতি ধনঞ্জয় দাস সহ দলের একাংশ কর্মী-সমর্থকরা। নির্মাণস্থলে দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা এই ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “স্বাস্থ্যকেন্দ্রটি নির্মিত হলে মুঙ্গিয়াকামি এলাকার সাধারণ মানুষ উপকৃত হবেন। যেখানে স্বাস্থ্য পরিষেবা দুর্বল, সেখানে জনগণ সুস্থতার অধিকার থেকে বঞ্চিত হন। অথচ একাংশ মাফিয়া চক্র এই উন্নয়নমূলক কাজ আটকে দিতে চাইছে। এটি কোন ভাবেই মেনে নেওয়া হবে না।সরকারি কাজে বাধা সৃষ্টি কারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে।এবিষয়ে তিনি আরক্ষা প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
Akb tv news
21.08.2025