নিজস্ব প্রতিনিধি,
ফের নিম্নমানের কাজের অভিযোগে সরব হল আম জনতা। ডুকলি ব্লকের অধীন মধুবন রানিরখামার শিবিরটিলা এলাকায় চার মাস আগে নির্মিত একটি কালভার্ট সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এরফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। অভিযোগ, কালভার্ট নির্মাণে ব্যবহৃত হয়েছে নিম্নমানের সামগ্রী। আর সঠিক নজরদারির অভাবে হয়েছে এই অবস্থা। স্থানীয়দের বক্তব্য, মধুবন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি ওই কালভার্টের উপর নির্ভরশীল। মাত্র চার মাস আগে সরকারি উদ্যোগে ওই কালভার্টটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সামান্য বৃষ্টি ও জলের চাপে সেটি ভেঙে পড়েছে। এখন ওই জায়গায় বাঁশ দিয়ে অস্থায়ী সাঁকো বানিয়ে কোনও ভাবে যাতায়াত কাজ চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা।স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণে গুনগতমান সম্পন্ন উপকরণ ব্যবহার করা হয়নি। নির্মাণের সময় সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন কোন পরিদর্শনও করা হয়নি। ফলে সাধারণ মানুষকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
Akb tv news
21.08.2025