আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রক্তদান ও স্বাস্থ্য শিবির পরিদর্শন করলেন মেয়র দীপক মজুমদার ll AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধি,

    রবিবার রক্তদান শিবির ও একটি স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। এদিন প্রথমে তিনি যান ফায়ার সার্ভিস চৌমুহনীর সপ্তসিন্ধু দশ দিগন্ত ক্লাবের রক্তদান শিবিরে। সেখানে তিনি রক্তদান শিবির পরিদর্শন করে রক্তদানের উৎসাহিত করেন। উনার সঙ্গে উপস্থিত ছিলেন পুর কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ ক্লাবের কর্মকর্তারা। পরবর্তীতে তিনি চলে যান রামনগর পাঁচ নং স্থিত মুক্তি সংঘের আয়োজিত রক্তদান শিবিরে। সংগীত গুরু পন্ডিত রতন কুমার সেনগুপ্তের স্মৃতিচারণে সুরলোক শাস্ত্রীয় সংগীত সংস্থার উদ্যোগে আয়োজিত হয় এই "স্বেচ্ছা রক্তদান শিবির”। এরপর তিনি চলে যান দুর্গা চৌমুহনী বিপনী বিতানে। সেখানে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ১৪ নং ওয়ার্ড এর অর্ন্তগত ৯নং বুথের উদ্যোগে আয়োজিত রক্তদান ও স্বাস্থ্য শিবির পরিদর্শন করেন তিনি। এখানে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন ১৪ নিগমের কর্পোরেটর স্নিগ্ধা দাস দেব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।



    Akb tv news 

    10.08.2025

    3/related/default