আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণীতে ‘ওপেন বুক’ চালু করবে সিবিএসই ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থারও আমূল পরিবর্তন হচ্ছে। মুখস্থ করে এসে উত্তরপত্র ভরানোর দিন মনে হয় শেষের পথে। পাঠ‌্যক্রমের সঙ্গে শিক্ষার্থীর পরিচিতি বৃদ্ধি করা তথা পরীক্ষা পদ্ধতি আরও বাস্তবমুখী এবং প্রয়োগ ভিত্তিক করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল সিবিএসই। ২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির পাঠ‌্যক্রমে ‘ওপেন বুক অ‌্যাসেসমেন্ট’ তথা ‘বই খুলে পরীক্ষা দেওয়া’র পদ্ধতি চালুর প্রস্তাবে অনুমোদন দিয়েছে সিবিএসই। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর গভর্নিং বডি চলতি বছরের জুন মাসেই এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছিল। তাদের এই পদক্ষেপ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন ২০২৩-এর সঙ্গে সাযুজ‌্য রেখে এবং জাতীয় শিক্ষানীতি ২০২০ মেনেই গৃহীত হয়েছে বলে খবর। নয়া সিস্টেমে আপাতত ‘ওপেন বুক অ‌্যাসেসমেন্ট’ চালু হচ্ছে প্রতি টার্মে তিনটি খাতায়-কলমে হওয়া পরীক্ষাসূচির অংশ হিসাবে। ভাষা, গণিত, বিজ্ঞান এবং সোশ‌াল সায়েন্সের মতে বিষয় এর অন্তর্ভুক্ত। সিবিএসই সূত্রে জানা গিয়েছে, এই বিষয়টি সবার প্রথমে আলোচনার জন‌্য উঠেছিল কারিকুলাম কমিটির বৈঠকে, যা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। পরে বছর শেষে এনিয়ে সিদ্ধান্ত পাকাপাকি করা হয়। 

     

     

    Akb tv news  

    11.08.2025

    3/related/default