আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রীর মা’কে নিয়ে বিহারে কুৎসা রটাচ্ছে বিরোধীরা ll মুখ্যমন্ত্রী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    প্রধানমন্ত্রীর মা’কে নিয়ে বিহারে নির্বাচনের আগেই কুৎসা রটিয়েছে আর জে ডি ও কংগ্রেস। তারই প্রতিবাদে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।প্রতিক্রিয়ায় তিনি বলেন, বলার আর ভাষা নেই, সব কিছুতেই একটা সীমাবদ্ধতা থাকে। নির্বাচন আসবে, নির্বাচন যাবে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক বাতাবরণ পরিবর্তন হয়ে গিয়েছে।সেই জায়গায় আমরা দেখেছি, এর আগেও দেখতাম যে একজন চা বিক্রেতার ছেলে, একটা গরীব ঘরের ছেলে কিভাবে প্রধানমন্ত্রী হয়েছেন। সেটা কিন্তু যারা বিরোধী দলের কংগ্রেস ও আর জে ডি তাদের কিন্তু তা সহ্য হচ্ছে না। সেই জায়গায় আগেও তারা নানা রকম কথা বলত, কিন্তু এবার উনার স্বর্গবাসী মা’কে নিয়ে এবার যেভাবে কথা বলল, সেটা আমার মনে হয় শুধু বিহারের মানুষরা নয়, সারা দেশের মানুষ কেউ এটাকে সয্য করবে না বলে মুখ্যমন্ত্রী জানান।





    Akb tv news 

    29.08.2025


    3/related/default