আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    জাপান সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ll AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি,

    আমেরিকার সঙ্গে শুল্কযুদ্ধের আবহেই শুক্রবার জাপানে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। সফর কালে তিনি দেখা করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে।প্রসঙ্গত উল্লেখ্য, ভারত এবং জাপান দুই দেশই কোয়াডের সদস্য। জাপানে ভারতের রাষ্ট্রদূত সিবি জর্জ জানিয়েছেন, কেবল দ্বি-পাক্ষিক বিষয় নয়, দুই রাষ্ট্রপ্রধানের আলোচনায় উঠে আসবে কোয়াডের মত ইস্যুও। নরেন্দ্র মোদির সফরের ঠিক আগেই সিবি বলেন, “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দু’জন রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হচ্ছে, সেটাও বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে। এহেন অবস্থা থেকে ভবিষ্যতে কী হতে পারে, সেই নিয়ে আলোচনা হবে। অবশ্যই আলোচনা হবে কোয়াড নিয়েও।” তবে আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে ওয়াশিংটনের সঙ্গে হাত মিলিয়ে ভারত কোয়াডে কতটা আগ্রহী হবে, সেই নিয়ে প্রশ্ন থাকছে।অন্যদিকে, মার্কিন শুল্কযুদ্ধের আবহে মূলত বস্ত্র এবং রত্ন রপ্তানির জন্যই বিকল্প বাজারের খোঁজ করছে ভারতের বাণিজ্য মন্ত্রক। নতুন বাজারের সন্ধানে কমপক্ষে ৪০টি দেশে নিজেদের পণ্যের ভাণ্ডার তুলে ধরতে চলেছে বাণিজ্য মন্ত্রক। সেই তালিকায় রয়েছে ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, নেদারল্যান্ডসের মত দেশগুলি। 




    Akb tv news 

    29.08.2025

    3/related/default