নিজস্ব প্রতিনিধি,
৭৯ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য্য। তাছাড়া, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (ডা.) মানিক সাহা, সহ অন্যান্য নেতৃত্ব সহ কার্যকর্তারাও। এদিন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য বলেন, সারা দেশের সাথে রাজ্যেও উৎসাহ ও উদ্দীপনা মধ্য দিয়ে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সরকার। পাশাপাশি, স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ কারী বীর শহীদদের চরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন তিনি। তিনি বলেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ বিকশিত সংকল্প যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির অখণ্ড ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে প্রধানমন্ত্রী যে ভাবে বিকশিত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করছেন এবং দেশকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন এটা একটা বিরাট প্রাপ্তি।
Akb tv news
15.08.2025