আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া সহজ করার পরামর্শ দেশের শীর্ষ আদালতের।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ভারতে শিশু দত্তক নেওয়ার জন্য বর্তমানে যে আইন রয়েছে তাকে সহজ করার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই আইন অতিরিক্ত জটিল এবং দত্তক নিতে চাওয়া অভিভাবকদের জন্য হতাশাজনক বলে মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। অতি সম্প্রতি আদালত জানিয়েছে, এই প্রক্রিয়া আরও সহজ করা প্রয়োজন, যাতে নিঃসন্তান দম্পতিরা বে- আইনি ভাবে দত্তক নেওয়ার চেষ্টা না করেন। সহজ পদ্ধতি, বৈধ উপায়ে আরও মানুষকে সন্তান দত্তক নিতে উৎসাহ দেবে বলে আদালতের মত। বিচারপতি বিভি নাগারত্ন এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ দেশে শিশু পাচারের সমস্যা নিয়ে শুনানির সময় এই কথা জানিয়েছেন। তাঁরা বলেন, দত্তক প্রক্রিয়া সম্পূর্ণ করতে অনেকটা সময় লাগে বলে মানুষ বে-আইনি পথে সন্তান দত্তক  নেওয়ার চেষ্টা করে। আদালত জানায় কোনও দম্পতির সন্তান না থাকা আজও সামাজিকভাবে কলঙ্কের মত। কিন্তু এঁরাই যখন দত্তক নেওয়ার চেষ্টা করেন তখন জটিল প্রক্রিয়ার কারণে  সমস্যায় পড়েন।২০২৫ সালের ৩১শে মার্চ পর্যন্ত দত্তক নেওয়ার সংখ্যা ৪,৫০০ ছাড়িয়েছে, যা গত  ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। ভারতে একজন শিশুকে দত্তক নেওয়ার জন্য অভিভাবকদের গড়ে সাড়ে তিন বছর অপেক্ষা করতে হয়। তবে দত্তক নেওয়ার জন্য আগ্রহী অনেক অভিভাবকের ক্ষেত্রে এই প্রক্রিয়া এখনও চ্যালেঞ্জের বলে বিচারপতি বিভি নাগারত্ন এবং কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে।  



    Akb tv news  

    16.08.2025


    3/related/default