আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শুভ জন্মদিন "আরশিকথা" ।। কামনা দেব ।। ত্রিপুরা

    আরশি কথা

    শুভ জন্মদিন "আরশিকথা" 



    তুমি কাগজের অক্ষর থেকে

    স্ক্রিনের আলোয় ওঠা জ্যোতি।

    তোমার কলম, ক‍্যামেরায়

    আমরা দেখি স্বপ্নের নতুন রং,

    তুমি ইতিহাস, তুমি আগামী—

    তুমি শুধু সংবাদ মাধ্যম নও,

    সময়ের আয়না ও সমাজের কণ্ঠস্বর।

    তুমি সত্যের পথে এক দীপ্ত ধ্রুবতারা—

    সময়ের কণ্ঠস্বর এই আরশিকথা, 

    সমাজের আয়না ,তুমি আরশিকথা 

    এক নতুন প্রজন্মের গর্বিত বাহক

    কথার মাঝে আরশিতে ধরা গান।

     শুভ জন্মদিন, আরশিকথা!


    - কামনা দেব

    ত্রিপুরা


    ২৮শে আগস্ট ২০২৫

     

    3/related/default