তুমি কাগজের অক্ষর থেকে
স্ক্রিনের আলোয় ওঠা জ্যোতি।
তোমার কলম, ক্যামেরায়
আমরা দেখি স্বপ্নের নতুন রং,
তুমি ইতিহাস, তুমি আগামী—
তুমি শুধু সংবাদ মাধ্যম নও,
সময়ের আয়না ও সমাজের কণ্ঠস্বর।
তুমি সত্যের পথে এক দীপ্ত ধ্রুবতারা—
সময়ের কণ্ঠস্বর এই আরশিকথা,
সমাজের আয়না ,তুমি আরশিকথা
এক নতুন প্রজন্মের গর্বিত বাহক
কথার মাঝে আরশিতে ধরা গান।
শুভ জন্মদিন, আরশিকথা!
- কামনা দেব
ত্রিপুরা
২৮শে আগস্ট ২০২৫

.jpeg)