আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আরশিকথার এক দশকের দীপ্তি ।। কামনা দেব ।। ত্রিপুরা

    আরশি কথা

    আরশিকথার এক দশকের দীপ্তি


    কাগজেই শুরু হয়েছিল তোমার কথা বলা,

    আট-পাতার গল্পেই ভাসতো দিগন্তের ভাষা।

    আজ তুমি দীপ্ত আলোয়,বহুমাত্রিক স্বপ্নরথ,

    সংবাদ শুধু নয়, তুমি এক সত্যের উজ্জ্বল পথ।

    চড়াই-উৎরাই, ধুলোমাখা ছিল দিন,

    ছিল প্রতিবন্ধকতা কত ,তবুও থামোনি সেদিন

    সযত্নে সঞ্চয়িত ভালোবাসার সঙ্গদানে

    সাহসে গড়েছো এই ইতিহাসে ভরা দিন।


    আরশিকথা আজ শুধুমাত্র সংবাদ নয়—

    এ এক বিশ্বাস আর এক বর্ণময় পরিচয়!

    সত্যনিষ্ঠ বয়ানে গড়ে তোল ধারা,

    তথ্যের মঞ্চে নির্মিত করো নতুন সূচনা।

    এ,কে,ভি- এক গর্বিত কণ্ঠস্বর,

    সাথে বালাজি গ্রুপসের সহযাত্রার পথ প্রসার।

    দেশ-বিদেশে ছড়াচ্ছো ভাষার আলো,

    গল্প, কবিতা, প্রবন্ধেও এই শিল্পের হোক ভালো।


    আন্তর্জাতিক ম্যাগাজিনেও এসেছে দুনিয়া,

    বিনোদন,খেলা সমাজ জড়িয়ে প্রতিনিধিরা।

    রেখেছো দায়বদ্ধতা সংস্কৃতির জগতে

    অফলাইন অনলাইন শক্তির প্রত্যয়তা।

    এই দশ বছর শুধু নয় কেবল 

    গৌরবেরও এই আরশিকথা ।

    নয় পরিসংখ্যানের এক যাত্রা —

    সময়ের সাথে,যেখানে অক্ষর বুনেছে 

    ভবিষ্যতের ছাঁদে নাম লেখা রবে-

    আরশিকথা — আরশিকথা —


    কামনা দেব

    বিশিষ্ট কবি ও লেখিকা

    ত্রিপুরা

    আরশিকথা সাহিত্য

    ২৯শে আগস্ট ২০২৫ 

    3/related/default