আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নির্বাচন কমিশনের কাছে বাদ পড়া ভোটার সম্পর্ক লিখিত আকারে তথ্য চাইল সুপ্রিম কোর্ট।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধিঃ

    অবৈধ ভোটার তালিকা বাছতে গিয়ে বড়সড় বিপত্তি ঘটল। বিহারের ভোটের তালিকা থেকে বাদ পড়ল ৬৫ লক্ষ ভোটারের নাম! কিন্তু কেন বাদ দেওয়া হল এত ভোটারের নাম, কারাই বা বাদ পড়লেন? এসব নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। শীর্ষ আদালত এই ৬৫ লক্ষ বাদ পড়া ভোটার সম্পর্ক লিখিত আকারে তথ্য চাইল কমিশনের কাছে।বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নতুন করে মামলা করেছে এসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস।  মামলাকারীদের দাবি, নির্বাচন কমিশন বলছে বিহারে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে, অথচ তাদের কোনও বিবরণ দেওয়া হয়নি। এমনকী রাজনৈতিক দলগুলিও ওই বাদ পড়া ভোটারের তালিকা পায়নি। এদিকে, মামলাকারীদের আইনজীবী প্রশান্ত ভূষণের প্রশ্ন, বলা হচ্ছে, ৩২ লক্ষ ভোটার স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন। এ বিষয়ে অন্য কোনও বিবরণ দেওয়া হয়নি। এই ৬৫ লক্ষ কারা, কারা স্থায়ী ভাবে অন্যত্র চলে গিয়েছেন, কারা মৃত, এই সব তথ্য প্রকাশ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।”

     


    Akb tv news  

    06.08.2025

    3/related/default