নিজস্ব প্রতিনিধিঃ
রেপো রেট অপরিবর্তিত
রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।বুধবার মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্ক অফ
ইন্ডিয়ার গভর্নর সঞ্জয় মালহোত্রা জানালেন, সংখ্যা গরিষ্ঠের মতকে স্বীকৃতি দিয়ে রেপো
রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ রেপো রেট ৫.৫ শতাংশই থাকছে। ফলে
রেপো রেট কমলে বাড়ি-গাড়ির ইএমআই কমার যে আশা করছিলেন মধ্যবিত্তরা। সে সম্ভাবনায় আপাতত
দাঁড়ি পড়ল। গত জুন মাসে মুদ্রানীতির বৈঠকে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক।
যার জেরে রেপো রেট এবার দাঁড়ায় ৫.৫ শতাংশে। তার আগে অবশ্য ফেরুয়ারি ও এপ্রিল মাসে
রেপো রেট দফায় দফায় কমায় শীর্ষ ব্যাঙ্ক। এভাবে ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে
আরবিআইয়ের ক্যাশ রিজার্ভ রেট কমে আসে ৩ শতাংশে।
Akb tv news
06.08.2025