আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধিঃ

    হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সহ-প্রতিষ্ঠাতা, রাজ্যসভার সাংসদ এবং ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হচ্ছিল। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। সোমবার তাঁর পুত্র ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এক্স-এ পিতার মৃত্যুর খবর প্রকাশ করে লেখেন, “আমাদের প্রিয় ‘দিশোম গুরুজি’ আর নেই। আজ আমি সবকিছু হারালাম।” এদিন দিল্লিতে গঙ্গা রাম হাসপাতালে গিয়ে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি সমবেদনা জানান প্রয়াতের ছেলে তথা বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সহ অন্য পরিজনদের প্রতি। তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে।


    Akb tv news  

    04.08.2025


    3/related/default