নিজস্ব প্রতিনিধিঃ
রবিবার আয়ুষ্মান ভারত স্কিমের অধীনে অবলম্বন পরিচালিত বড়জলা স্থিত আপনা ঘর বৃদ্ধাশ্রমে একটি স্বাস্থ্য পরিষেবা প্রদান কারি সংস্থার সহযোগিতায় এক মেগা চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি স্ক্রিনিং এবং অ্যাডভান্স ফ্যাকো সার্জারির ব্যবস্থা করা হয়। এদিনের এই শিবিরে যাদের অপারেশনের প্রয়োজন তাদের বিনামূল্যে অপারেশন করার প্রতিশ্রুতিও দেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র তথা আপনা ঘর বৃদ্ধাশ্রমের সভাপতি বিধায়ক দীপক মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, কর্পোরেটর জগদীশ দাস সহ অন্যান্যরা। এই উপলক্ষে মেয়র এদিন তার বক্তব্যে উল্লেখ করেন যে আজ থেকে ৩৭ বছর আগে এই সামাজিক সংস্থা বৃদ্ধা মায়েদের নিজের করে নিয়ে তাদের যত্নে পালন করে সামাজিক দায় দায়িত্ব পালন করে চলেছে। মায়েদের স্বাস্থ্যের যত্নের বিশেষ করে তাদের চোখের ছানি অপারেশন করার কাজে যারা নিঃস্বার্থ ভাবে এগিয়ে এসেছে তাদের এদিন ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
Akb tv news
03.08.2025