আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ থেকে উপার্জন হয়েছে ৩৪ কোটি ১৩ লক্ষ টাকা।। রাজ্যসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।। AKB TV News

    আরশি কথা


      নিজস্ব প্রতিনিধিঃ 

    উপার্জনের নয়া পথ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’ থেকে  উপার্জন হয়েছে ৩৪ কোটি ১৩ লক্ষ টাকা। শুক্রবার রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য দিল মোদি সরকার। এদিন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান। আকাশবাণী প্রযোজিত এই অনুষ্ঠানের সম্প্রচারে কোনও অতিরিক্ত টাকা খরচ হয়নি। বরং তা থেকে ৩৪.১৩ কোটি টাকা উপার্জন করেছে। উল্লেখ্য, ২০১৪ সালের তেসরা অক্টোবর প্রথমবার সম্প্রচারিত হয়েছিল এই অনুষ্ঠান। এদিন মুরুগান জানান,  দেশের জনতার একটি বড় অংশ প্রতি মাসের শেষ রবিবার অল রেডিও ইন্ডিয়া সম্প্রচারিত ‘মন কি বাত’ শোনে রেডিওয়। এর পাশাপাশি দূরদর্শনের জাতীয় ও নানা আঞ্চলিক চ্যানেলগুলিতেও তা সম্প্রচারিত হয়। সেই সঙ্গেই তিনি আরও জানান, ডিডি ফ্রি ডিশের অফার অনুযায়ী ৪৮টি আকাশবাণী রেডিও চ্যানেল এবং ৯২টি টিভি চ্যানেলে তা সম্প্রচারিত হয়। এর ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলেও ‘মন কি বাত’ শুনতে পান বহু মানুষ। 



    Akb tv news  

    08.08.2025


    3/related/default