নিজস্ব প্রতিনিধিঃ
আবারো কর্মীদের সাম্মানিক বাড়ানোর সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন
কমিশন। এর আগে বিহারে বিশেষ ও নিবিড় পরিমার্জনের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার
বা বিএলও-দের বার্ষিক সাম্মানিক দ্বিগুণ করার সিদ্ধান্ত নেয় কমিশন। এবার সেই বিএলও-দের
পাশাপাশি অন্যান্য কর্মীদের সাম্মানিক বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে
এবারের পদক্ষেপ যে শুধুই ইনটেনসিভ রিভিশনের উপর ভিত্তি করে এমনটা নয়। শুক্রবার এবিষয়ে
কমিশন জানিয়েছে, নির্বাচন এবং সেই সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত কমিশনের কর্মীদের সাম্মানিক
বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের সময়
মাসের পর মাস, ঘণ্টার পর ঘণ্টা জনস্বার্থে কর্মীদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হয়।
সেই কথা মাথায় রেখে এই সাম্মানিক বৃদ্ধি।কমিশনের জারি করা বিজ্ঞপ্তি
অনুযায়ী, প্রিসাইডিং অফিসার,
পোলিং অফিসার, কাউন্টিং পার্সোনাল, মাইক্রো অবসার্ভার ও অন্যান্য নির্বাচনের সঙ্গে
যুক্ত কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে।
Akb tv news
08.08.2025