নিজস্ব প্রতিনিধিঃ
দিল্লি ও এনসিআর অঞ্চলে যানজট কমাতে ও যাত্রার
সময় বাঁচাতে বড় পরিকাঠামো প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার
উদ্বোধন হল আরবান এক্সটেনশন রোড–২ এবং দ্বারকা এক্সপ্রেসওয়ে।দুই প্রকল্পের জন্য মোট
খরচ হবে প্রায় ১১ হাজার কোটি টাকা।এবিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, নরেন্দ্র
মোদির লক্ষ্য বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলা, যাতে জীবন যাপন সহজ হয় এবং যোগাযোগ
আরও মসৃণ হয়। রোহিনিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী
রেখা গুপ্তা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী
নীতিন গড়করি সহ আরও অনেকে।৭৫ কিলোমিটার লম্বা ছয় লেনের এক্সপ্রেসওয়ে আরবান এক্সটেনশন রোড–২ শুরু হয়েছে
এনএইচ–৪৪ থেকে।
Akb tv news
17.08.2025