আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রধানমন্ত্রীর উপস্থিতিতে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দিলেন এনডিএ প্রার্থী চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন পত্র জমা দিলেন এনডিএ প্রার্থী চন্দ্রপুরম পোন্নুসামি রাধাকৃষ্ণণ। শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই নন, মনোনয়ন জমা দেওয়ার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আগামী ৯ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে এদিন ‘সংঘ ঘনিষ্ঠ’ রাধাকৃষ্ণণের মনোনয়ন পেশে কার্যত শক্তি প্রদর্শন করে বিরোধী পক্ষকে বার্তা দিল শাসক জোট।মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল রাধাকৃষ্ণণের সঙ্গে এদিন মোদি-শাহ-নাড্ডা ছাড়াও ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। সূত্রের খবর, মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে চার সেট নথি জমা দেওয়া হয়েছে। প্রথম সেট নথিতে প্রধান প্রস্তাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মনোনয়ন জমা  দেওয়ার আগে সংসদ ভবনের প্রেরণাস্থলে গিয়ে মহাত্মা গান্ধীর মূর্তির সামনে মাথা নত করেন রাধাকৃষ্ণণ। এরপর অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।   




    Akb tv news  

    20.08.2025

    3/related/default