নিজস্ব প্রতিনিধিঃ
'মুখ্যমন্ত্রী সমীপেষু’তে জনতার সমস্যা শুনলেন মুখ্যমন্ত্রী। জনমুখী সরকারকে রাজ্যের মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার একটি অন্যতম পদক্ষেপ মুখ্যমন্ত্রী সমীপেষু। বুধবার অনুষ্ঠিত এই মুখ্যমন্ত্রী সমীপেষুর ৫২ তম পর্বে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত নাগরিকদের সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তিনি। আগত নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অসুবিধা নিরসনে তাৎক্ষণিক আয়ুষ্মান কার্ডের ব্যাবস্থা করে দেন তিনি এবং জিবি হাসপাতালে বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এই পর্বে স্বাস্থ্য দফতরের সচিব, বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক, হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
Akb tv news
20.08.2025