নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রতি দেশের বিহার রাজ্যে বিধানসভা ভোটের
মুখে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে বাদ
পড়েছে ৬৫ লক্ষ ভোটার। যার পর সংশোধনের নামে ভোটার তালিকায় ‘কারচুপি’র অভিযোগ এনে সরব
হয়েছে বিরোধীরা। অন্যদিকে ভোটার, আধারের মত ‘পরিচয়পত্র’ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এর
মধ্যেই বুধবার জাতীয় নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ভোটার
তালিকার বিশেষ নিবিড় সংশোধন ‘ভোটার বিরোধী’ কার্যক্রম নয়। আরও জানানো হয়েছে যে বিহারে
ভোটার তালিকা সংশোধনে ১১টি পরিচয় পত্রের মধ্যে মাত্র একটিই চাওয়া হয়েছে।বুধবার
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মামলার শুনানি হয় বিচারপতি সূর্য কান্ত
এবং জয়মাল্য বাগচির বেঞ্চে। এদিন শুরুতেই কমিশনের নিবিড় সংশোধন প্রক্রিয়ার ‘ভোটার
বিরোধী’ তকমা বাতিল করেন দুই বিচারপতির বেঞ্চ। বিরোধী পক্ষের হয়ে হাই প্রোফাইল মামলা
লড়ছেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভী। তাঁর বক্তব্য শোনার পর দুই বিচারপতির পর্যবেক্ষণ,
“আপনার আধার বাদ দেওয়ার যুক্তি আমরা শুনেছি। কিন্তু একাধিক নথির বিষয়টি আসলে ভোটার-বান্ধব,
বিরোধী নয়। আপনি বরং দেখুন কতগুলি নথির মাধ্যমে নাগরিকত্ব প্রমাণ করতে পারছেন।”
Akb tv news
13.08.2025