নিজস্ব প্রতিনিধিঃ
দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে পশ্চিম জয়পুর এলাকায় সরকারি জমিতে বসবাস করা প্রায় ১৯টি পরিবার মঙ্গলবার জেলা শাসকের সঙ্গে দেখা করতে আগরতলা জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হন। মূল দাবি—বেঁচে থাকার জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা। তারা জানায় প্রায় ৪০-৪৫ বছর ধরে সরকারি নিয়ম মেনে পৌর কর ও বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। পরিবারের অধিকাংশ সদস্য দিনমজুর বা পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেন। মোট সদস্য সংখ্যা শতাধিক, যার মধ্যে শিশু, নারী ও প্রবীণও রয়েছেন। তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে যখন সম্প্রতি হাতে আসে সরকারি উচ্ছেদ নোটিশ। জমি কেনার মতো আর্থিক সামর্থ্য নেই বলে তারা জানান। এর আগে এলাকার কর্পোরেটর ও বিধায়কের কাছেও সাহায্যের আবেদন করেছেন তারা। কিন্তু সময়সীমা প্রায় শেষ হয়ে আসায় আজ তারা সরাসরি জেলাশাসকের দ্বারস্থ হন। পরিবারগুলির একটাই দাবি—সরকারি উন্নয়ন কর্মসূচি জারি রেখে তাদের পুনর্বাসনের ব্যবস্থা যাতে করা হয়। তাদের কথায়, তারা উন্নয়নের বিরোধী নয়, কিন্তু বাঁচার জন্য একটি ছাদের ব্যবস্থা যাতে করা হয়। তাদের কথায় রাজ্যের অতীতেও উন্নয়ন প্রকল্পের কারণে বহু পরিবার উচ্ছেদ হয়েছে, তবে সেই ক্ষেত্রে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে—এমন নজিরও আছে। তাই এই ১৯ পরিবারের আশা, সরকার এবারও মানবিক পদক্ষেপ নেবে। এ বিষয়ে তারা এদিন জেলা শাসকের কাছে তাদের আবেদন পত্র তুলে দেয়।
Akb tv news
12.08.2025