আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে থাকতে হতে পারে ভাড়া বাড়িতে।। AKB TV News

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি:

    কোন পদটিতে তিনি নেই বলা যায়, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, প্রাক্তন রাজ্যপাল ও প্রাক্তন উপরাষ্ট্রপতি।জগদীপ ধনকড়ের নামের পাশে এতগুলি বিশেষণ বসানো যায়। অথচ এই ব্যক্তিত্বকে কিনা শেষমেশ থাকতে হতে পারে ভাড়া বাড়িতে।কারণ সরকার তাঁর জন্য যে বাড়ি বরাদ্দ করেছে, সেই বাড়িটি এখনও দখল করে রেখেছেন এক কেন্দ্রীয় মন্ত্রী।নিয়ম অনুযায়ী, দু’বছরের বেশি সময় দায়িত্ব সামলানোর পর যদি উপরাষ্ট্রপতি ইস্তফা দেন তাহলে তাঁকে অবসরপ্রাপ্ত উপরাষ্ট্রপতিদের মতই সুযোগ সুবিধা দেওয়া হয়। সেই নিয়মে ইস্তফার পরও টাইপ এইট বাংলো পাওয়ার কথা ধনকড়ের। কিন্তু সমস্যা হল, ইস্তফার পর দীর্ঘদিন সরকারি বাংলোর জন্য আবেদনই করেননি প্রাক্তন উপরাষ্ট্রপতি। তিনি যতদিনে আবেদন করলেন ততদিনে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এদিকে, এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, জগদীপ ধনকড়ের জন্য লুটিয়েন্স দিল্লিতে ৩৪ নম্বর এপিজে আবদুল কালাম মার্গের একটি টাইপ এইট বাংলো বরাদ্দ করা হয়েছে। কিন্তু সেই বাড়িতে আবার এখন বাস করছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। যদিও ওই বাড়িটি তাঁর ছেড়ে দেওয়ার কথা। 




    Akb tv news 

    31.08.2025

     

    3/related/default