আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    'মন কি বাত' অনুষ্ঠানে সবাই আসতে পারে ।। মুখ্যমন্ত্রী ।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    রবিবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান। এদিন খোয়াইয়ের পূর্ব তকছায়া  এলাকায় আয়োজিত ‘মন কি বাত’ অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন প্রধানমন্ত্রীর ১২৫ তম পর্ব সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন কি বাত অনুষ্ঠানের বিজেপি দলের রাজ্য ইনচার্জ রতন ঘোষ, এম ডি সি ভূমিকা নন্দ রিয়াং, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা ও খোয়াই জেলার জেলা শাসক সহ অন্যান্যরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, মন কি বাত অনুষ্ঠানে সবাই আসতে পারে। এটা এমন না যে এখানে কোন সরকারি কর্মীরা আসতে পারবে না।তারা দেখতে পারবে না। এখানে সব মানুষ আসতে পারে।সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজ আমরা যে একটি বিষয় দেখলাম, তা আমরা কখনো ভুলব না বলে তিনি জানান।   




        

    Akb tv news 

    31.08.2025

    3/related/default