আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের কেঁপে উঠল রাশিয়ার মাটি ।। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ ।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধিঃ

    অতি সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাশিয়া সহ একাধিক দেশ। তারপরই রাশিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় আছড়ে পড়ে সুনামির পাহাড় প্রমাণ ঢেউ। তারপর আবার জেগে উঠেছে রাশিয়ার এক ঘুমন্ত আগ্নেয়গিরি। একের পর এক প্রাকৃতিক ধাক্কায় খানিক বেসামাল রুশ প্রশাসন। এর মাঝে রবিবার ফের কেপে উঠল রাশিয়ার মাটি। এদিন কুরিল দ্বীপপুঞ্জে ফের অনুভূত হল শক্তিশালী ভূকম্পন। এদিন রাশিয়ার পূর্ব প্রান্তের এই দ্বীপপুঞ্জে এই তীব্র কম্পন হয় বলে খবর। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। অর্থাৎ, গত সপ্তাহের ভূ-কম্পনের তুলনায়  এটি তীব্র নয়। তবুও সাধারণত ৬ মাত্রার বেশি ভূমিকম্প বিভিন্ন ক্ষতির কারণ হয়। সেই হিসেবে এদিনের কম্পনের প্রভাবেও ছড়িয়ে পড়ে আতঙ্ক। 


    Akb tv news  

    03.08.2025


    3/related/default