৪ আগস্ট রোজ সোমবার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র এক প্রতিনিধি দল রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সমস্যা সহ একাধিক দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার সাথে আলোচনা করেন। পাশাপাশি তথ্য দপ্তর থেকে বিজ্ঞাপনের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার আবেদনও জানান ।মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা দীর্ঘ সময় ধরে ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেন। পরবর্তী সময় মুখ্যমন্ত্রী ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র প্রতিনিধি দলের সদস্যদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি-র প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির সম্পাদক তথা নিউজ টুডে চ্যানেলের এডিটর সৌরজিৎ পাল, সহ-সম্পাদক তথা চিনি খরাঙ নিউজ চ্যানেলের এডিটর রঞ্জিত দেববর্মা, সোসাইটির কোষাধ্যক্ষ তথা সার্চ ইন্ডিয়া টিএনএন চ্যানেলের এডিটর মনিষ সাহা, অফিস সেক্রেটারি তথা এশিয়ান টাইমস নিউজ চ্যানেলের এডিটর সমরেশ দে, সোসাইটির কার্যকারী সদস্য তথা স্যান্দন টিভি চ্যানেলের এডিটর অভিষেক দে, কার্যকরী সদস্য তথা রাইজ ইস্ট টিভি চ্যানেলের এডিটর সোমেন দেব, খুমপুই টিভি চ্যানেলের এডিটর মানস দেববর্মা এবং রাইজিং ত্রিপুরা টিভি চ্যানেলের এডিটর হানিফ আলী। ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটি আশাবাদী মুখ্যমন্ত্রী রাজ্যের সাংবাদিক ও ইলেকট্রনিক্স মিডিয়ার স্বার্থে সহসাই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
আরশিকথা ত্রিপুরা সংবাদ
৪ঠা আগস্ট, ২০২৫