আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নয়া রেকর্ড গড়লেন অমিত শাহ।। AKB TV News

    আরশি কথা


      নিজস্ব প্রতিনিধিঃ

    নয়া রেকর্ড। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে রেকর্ড গড়লেন অমিত শাহ। ভারতীয় জনতা পার্টির একদা শীর্ষ নেতা  লালকৃষ্ণ আডবাণীকে ছাপিয়ে গেলেন তিনি। ৫ই আগস্ট দেশের দীর্ঘকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সাফল্য ঝুলিতে ঢোকালেন অমিত শাহ। এই সাফল্যে অমিত শাহকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মোদী সরকারের দ্বিতীয় কার্যকাল অর্থাৎ ৩০শে মে ২০১৯ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন অমিত শাহ। ২০২৪ সালে এনডিএ সরকারের তৃতীয় শাসনকালে দ্বিতীয়বার স্বরাষ্ট্রমন্ত্রী হন তিনি। মঙ্গলবার পর্যন্ত তাঁর কার্যকালের মেয়াদ দাঁড়িয়েছে ২ হাজার ২৫৮ দিন। এতদিন এই কৃতিত্বের অধিকারী ছিলেন বিজেপির আর এক নেতা লালকৃষ্ণ আদবাণী। তাঁর কার্যকাল ছিল ১৯৯৮ সালের ১৯ শে মার্চ থেকে ২০০৪ সালের ২২শে মে পর্যন্ত। অর্থাৎ ২ হাজার ২৫৬ দিন। এই  তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন গোবিন্দ বল্লভ পন্থ। তাঁর কার্যকাল ৬ বছর ৫৬ দিন।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার এনডিএ-এর সংসদীয় দলের বৈঠকে শাহের প্রশংসা করেন তিনি। উপস্থিত নেতাদের উদ্দেশে ৫ই আগস্টকে ঐতিহাসিক দিন হিসেবে  উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। এই দিনেই আমরা সাংবিধানিক পথে জম্মু ও কাশ্মীরকে বিশেষ অধিকার দেওয়া ৩৭০ ধারা বাতিল করেছি।


    Akb tv news  

    05.08.2025

     


    3/related/default