আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ভোটার তালিকা সংশোধনে যুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।। AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধি, 

    জাতীয় নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ।এবার ভোটার তালিকা সংশোধনে যুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল কমিশন। এই প্রথম ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ও অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। প্রসঙ্গত, বিহারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক বেধেছে। এরই মধ্যে বিহারে স্পেশাল ইনটেনসিভ রিভিশনে যুক্ত বুথ লেভেল অফিসারদের ৬ হাজার টাকা স্পেশাল ইনসেনটিভ দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। ভোটার তালিকা সংশোধনে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন বিএলও-রা। এতদিন তাঁদের বছরে ৬ হাজার টাকা করে ভাতা দিত কমিশন। এবার সেটাই দ্বিগুণ করার সিদ্ধান্ত নিল কমিশন। এবার থেকে বছরে ১২ হাজার টাকা ভাতা পাবেন বিএলও-রা। এছাড়াও ভোটার তালিকা সংশোধনের কাজের জন্য বছরে এক হাজার টাকার জায়গায় ২ হাজার টাকা করে পাবেন তারা।

    Akb tv news  

    02.08.2025


    3/related/default