নিজস্ব প্রতিনিধি,
শনিবার রাজধানীর প্রজ্ঞা ভবনে সম্পূর্ণতা অভিযান সম্মান সমারোহ অনুষ্ঠানের
আয়োজন করা হয়। ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও অর্থমন্ত্রী
প্রনজিত সিংহ রায়। উপস্থিত ছিলেন নগরোন্নয়ন দফতরের সচিব অভিষেক সিং, পরিকল্পনা দফতরের
সচিব এল টি র্ডালং, টি আর এল এমে’র সি ই ও তড়িৎ কান্তি চাকমা ও নগরোন্নয়ন দফতরের
এডিশন্যাল সেক্রেটারী কুন্তল দাস সহ আরও অনেকে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন,
সম্পূর্ণতা অভিযান হল কোন কিছুতে যাতে অসম্পূর্ণতা না থাকে। কোন জায়গায় যেন খামতি না
থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় বলেন যে, ১০০ শতাংশ সম্পূর্ণতা আসতে হবে।
সেই দিকে নজর রেখেই আজকের এই সম্পূর্ণতা অভিযান সংগঠিত করা হচ্ছে বলে তিনি জানান।
Akb tv news
02.08.2025