নিজস্ব প্রতিনিধিঃ
অতি সম্প্রতি দুষ্কৃতিদের বেপরোয়া মারপিটের কারনে গুরুতর আহত এক ছাত্রের
মর্মান্তিক মৃত্যু হয়।নিহত ছাত্রের নাম দানিয়েল দেববর্মা।সোমবার নিহত ছাত্রের বাড়িতে
যান মোহনপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী রতন লাল নাথ।তিনি মৃতের বাড়িতে
গিয়ে পরিবার পরিজনদের সঙ্গে কথা বলে ঘটনার খবরা খবর নেন। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি
হয়ে তিনি জানান, গত পয়লা আগষ্ট একটি দুঃখ জনক ঘটনা ঘটেছে। তখন আমি দিল্লিতে ছিলাম।
মোহনপুর বিধানসভা কেন্দ্রের বীর মোহন এলাকার বাসিন্দা দানিয়েল দেববর্মা নামে মাধ্যমিক
পরীক্ষা দেওয়া এক ছাত্র তার বন্ধু সহ এক আত্মীয়ের
বাড়িতে বেড়াতে যায়। ফেরার পথে কতিপয় দুষ্কৃতি তাদের উপর আক্রমন করে। তাদেরকে গুরুতর
আহত করে। সেখান থেকে বাড়িতে আসার পর জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় দানিয়েলকে। জিবি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
বলে তিনি জানান। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতারের ক্ষেত্রে প্রশাসন কাজ করে যাচ্ছে
বলে মন্ত্রী জানান।
Akb tv news
04.08.2025