নিজস্ব প্রতিনিধিঃ
কিছুদিন ধরে দেখা যাচ্ছে রাজ্যে বিজেপি এবং তিপ্রা মথা দলের মধ্যে সংঘর্ষ
চলছে।এই সংঘর্ষ সম্পর্কে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহারাজা প্রদ্যুৎ কিশোর
দেববর্মণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।প্রতিক্রিয়ায় তিনি বলেন, যখন কোন মানুষ কথা না বলে
সংঘর্ষের মধ্যে নেমে আসে তখন মানুষ বা সয়তানের মধ্যে কোন পার্থক্য থাকে না। আমরা ছোট
একটি রাজ্যের বাসিন্দা। আজকের সময়ে তিপ্রা মথা হোক, বিজেপি হোক বা সি পি আই এম হোক
আমাদের সবাইকে এক হয়ে বাংলাদেশ থেকে যে বাংলাদেশীরা অবৈধ ভাবে এখানে আসছে তা বন্ধ করা
দরকার। না একে অপরের সঙ্গে লড়াই করা দরকার। যদি কোন ভিন্নতা থেকে থাকে তাহলে একসঙ্গে
বসে শান্তিপূর্ণ ভাবে বসে আলোচনা করা দরকার বলে তিনি জানান।
Akb tv news
04.08.2025