নিজস্ব প্রতিনিধিঃ
১৯শে আগষ্ট মঙ্গলবার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৭ তম
জন্মবার্ষিকী।এই উপলক্ষ্যে এদিন রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের
মধ্য দিয়ে মহারাজার জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী
ডাঃ মানিক সাহা, সাংসদ কৃতি সিং দেব্বর্মন, মন্ত্রী শুক্লা চরন নোয়াতিয়া, বিধায়িকা
মিনা রানি সরকার, মেয়র দীপক মজুমদার ও পদ্মশ্রী চিত্ত মহারাজ সহ আরও অনেকে। প্রদীপ
জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
বলেন, মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকীতে ছুটি, এটা কিন্তু
আনন্দের বিষয় না। এই ছুটির মাধ্যমে প্রতিবার যখন ১৯শে আগস্ট আসবে তখন উনার সম্পর্কে
মানুষ জানতে চেষ্টা করবে। পাশাপাশি মানুষের মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে ১৯শে আগস্ট
মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নামে কেউ ছিলেন। তাই উনার সম্পর্কে আমাদের জানতে
হবে ও বুঝতে হবে বলে তিনি জানান।
Akb tv news
19.08.2025