নিজস্ব প্রতিনিধিঃ
রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র অরুন্ধতী নগরে বুধবার এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানে যাঁর অগ্রণী কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে সেই দূরদর্শী বিজ্ঞানী ও মানবতাবাদী, ডঃ এম. এস. স্বামীনাথনের মূর্তি উন্মোচন করেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি এদিন ন্যাচারাল ফার্মিং মিউজিয়ামেরও উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে কৃষি মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার , পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্ব প্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। ডঃ এম এস স্বামীনাথন ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় কৃষি বিজ্ঞানী, উদ্ভিদ জিনতত্ত্ববিদ, প্রশাসক এবং মানবতাবাদী ব্যক্তিত্ব। ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের প্রধান স্থপতি ছিলেন স্বামীনাথন। এদিন মন্ত্রী রতন লাল নাথ এই গবেষণা প্রতিষ্ঠানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার স্বামিনাথনের ল্যাব থেকে ল্যান্ড এই চিন্তাধারাকে গুরুত্ব দিয়ে কাজ করে চলেছে।
Akb tv news
20.08.2025