আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুপারি কিলার দিয়ে স্ত্রী'কে নৃশংসভাবে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে।। গ্রেফতার অভিযুক্ত স্বামী সহ তিন।। AKB TV News

    আরশি কথা



      নিজস্ব প্রতিনিধিঃ

    বিলোনিয়া সিএমও অফিস সংলগ্ন এলাকা থেকে নিখোঁজ কনা দেবনাথ দাস নামে এক মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার হল মঙ্গলবার যাত্রাপুর থানাধীন কাশারী গভীর জঙ্গলে। মৃতার মেয়ে মায়ের দেহ শনাক্ত করেন। এই ঘটনায় পুলিশ আটক করেছে মহিলার স্বামী রাজু দাস, গত পুর নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মহম্মদ মিয়াকে। অভিযোগ ৫০ হাজার টাকা দিয়ে খুন করানো হয়েছে ওই মহিলাকে।গৃহবধূ কনা দেবনাথ দাসের মেয়ে প্রীতি দেবনাথ বিলোনিয়া মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করে। অবশেষে ঘটনার চৌদ্দদিন পর সোনামুড়া যাত্রাপুর থানাধীন কাশারী গভীর জঙ্গল থেকে মঙ্গলবার সকালে উদ্ধার করে পুলিশ।গত ২৮শে জুলাই বিকেল থেকে নিখোঁজ ছিল ওই মহিলা। পুলিশ সুত্রে জানা যায়, মহিলাকে হত্যা করা হয়েছে। হত্যার অভিযোগে গত পৌরসভার নির্বাচনে তৃনমূল কংগ্রেসের প্রার্থী দুলন দাস ও মহম্মদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি গৃহবধূর স্বামী রাজু দাসকেও গ্ৰেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ওই গৃহবধূর স্বামী রাজু নিজের স্ত্রী কনা দেবনাথ  দাসকে হত্যার জন্য পঞ্চাশ হাজার টাকা সুপারি দেয় দুলনকে। দুলন দাসের বাড়ি বিলোনিয়া রাম ঠাকুর পাড়ায়। অপরদিকে মহম্মদ মিয়ার বাড়ি রাজনগর মুসলিম পাড়ায়।এই মহিলার সাথে দুলনের আগে পরিচিতি ছিল। ফোন কলের মাধ্যমে বাড়ি থেকে বের করে তুলে আনে কাশারীর জঙ্গলে। সেখানেই মাংস কাটার দা দিয়ে মহম্মদ মিয়া পিছন দিক থেকে গৃহবধূর কনার গলা কেটে হত্যা করে বলে স্বীকার করেছে সে। ফোন ট্রেকের মাধ্যমে গত সোমবার রাতে গৃহবধূ কনার স্বামী রাজু সহ দুলন দাস ও মহম্মদ মিয়াকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর রাতেই অভিযুক্তদের নিয়ে হত্যার জায়গা সনাক্ত করে পুলিশ। পাশাপাশি  গৃহবধূর মেয়ে প্রীতি দেবনাথকে খবর দেওয়া হয় মৃতদেহ সনাক্তকরণের জন্য। মঙ্গলবার সকালে পুলিশ গৃহবধূ কনার মৃতদেহ উদ্ধার করে, খবর দেওয়া হয় ফরেন্সিক বিশেষজ্ঞ দলকে।এরপর মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে ময়না তদন্তের জন্য।



    Akb tv news  

    12.08.2025

    3/related/default