নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এইচআইভি/এইডস সম্পর্কে স্কুল শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে মঙ্গলবার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর নাম দেওয়া হয় বেল এওয়ারনেস। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডঃ) মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, শিক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি রেবেল হেমেন্দ্রকুমার সহ অন্যান্যরা। মঙ্গলবার এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আই ই সি ক্যাম্পেনের আনুষ্ঠানিক সূচনা করেন।পাশাপাশি বেল বাজিয়ে মুখ্যমন্ত্রী একযোগ সারা রাজ্যের ১২০০টি স্কুলে ক্লাস এইট থেকে টুয়েলভ পর্যন্ত এইডস বিষয়ক শিক্ষার শুরু করেন। পরবর্তীতে ওটিএস ট্রিটমেন্ট এর মাধ্যমে যারা ইঞ্জেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহার করত বর্তমানে তা ছেড়ে দিয়ে সুস্থ আছে এরকম একজনকে সংবর্ধনা প্রদান করে মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে এইডস সম্পর্কে বিভিন্ন দিক আলোচনা করে এই সম্পর্কে সচেতন করার পাশাপাশি জানালেন রাজ্য সরকার এ সম্পর্কে যে কাজ করে চলেছে।
Akb tv news
12.08.2025