নিজস্ব প্রতিনিধি:
ফটিকরায় থানাধীন শ্রীপুর এলাকায় NH
-208 নং বিকল্প জাতীয় সড়কের রাস্তার কিছু অংশ বেহাল দশায় পরিণত হয়েছে বর্তমানে।তাতে
করে সমস্যায় পড়েছে বিভিন্ন যানচালক থেকে শুরু করে পথচারীরা। রাস্তার এই বেহাল দশা
নিয়ে শনিবার স্থানীয়রা ও যান চালকরা সংবাদ মাধ্যমের দারস্থ হন। জানা গেছ, ২০২৩ সালে
হরিয়ানার জিৎ কনস্ট্রাকশন নামে একটি কোম্পানি রাস্তার কাজ সম্পন্ন করে।এই রাস্তাটির
কাজ নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে।কাজের গুনগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।এদিন
সংবাদ মাধ্যমের দারস্থ হয়ে এক গাড়ি চালক জানান, রাস্তার কাজ এতটা খারাপ হয়েছে যে প্রতিদিন
এই রাস্তা দিয়ে যাতায়াত করতে নানা সমস্যা হচ্ছে। রাস্তা খারাপ হওয়ার কারনে আমরা শুক্রবার
রাত ১০টা থেকে এখানে বসে রয়েছি। রাস্তাটার অবস্থা এতটাই খারাপ যে এই রাস্তা দিয়ে ছোট
গাড়িও চলাচল করতে পারে না বলে তিনি জানান। বহি:রাজ্যের জিৎ কন্সট্রাকশনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষ খুব ব্যক্ত করেন।অতি
শীঘ্রই রাস্তা সংস্কারের ক্ষেত্রে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আন্দোলনের পদক্ষেপ
গ্রহণ করবে হুঁশিয়ারি দেয় তারা।
Akb tv news
30.08.2025