আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    পনের বলি নববধূ ।। অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি মৃতার বাবার।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধি:

    ফের পনের বলি হল এক নব বধূ। বিয়েতে মেয়ের জামাইকে আংটি না দেওয়ায় করুণ পরিনতি ঘটল ওই নববধূর। সামনে থাকা সত্ত্বেও শেষবারের মত স্ত্রীর মুখে জল দিল না স্বামী। বিয়ের এক বছর পরই তরুণী বধূর মৃত্যু হয়। শনিবার জিবি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃতার বাবার অভিযোগ, তার মেয়েকে আগুন লাগিয়ে হত্যা করেছে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন।লোক দেখানোর জন্য স্বামী নিজেও নাকি আহত হন। মৃতার নাম পূজা দেবনাথ। স্বামী রাকেশ দেবনাথ। পূজার শ্বশুড় বাড়ি বিলোনিয়া ডিমাতলী বৈদ্যেরখিল এলাকায়।ঘটনাটি ঘটে শুক্রবার রাতে বিলোনিয়া ডিমাতলী বৈদ্যেরখিল এলাকায়। এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার বাবা।





    Akb tv news 

    30.08.2025


    3/related/default