আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রোহিঙ্গা পাচারে বাধা দেওয়ায় বাড়িছাড়া হল এক অসহায় দম্পতি।। AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ

    অবৈধ ভাবে রোহিঙ্গা পাচারে বাধা দেওয়ায় বাড়িছাড়া হল এক অসহায় দম্পতি। রোহিঙ্গা পাচারকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না মধুপুর থানার পুলিশ। এমনটাই অভিযোগ। তাই বিকল্প কোন পথ না থাকায় নিরাপত্তার তাগিদে অবশেষে শুক্রবার বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হলেন কমলাসাগর বিধানসভার কৈয়াঢেপার বাসিন্দা কাজল শীল ও তার স্ত্রী।এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কাজল শীলের স্ত্রী জানান,তাদের পাড়ার মিটন শীল ও টুটন শীল নামে দুই ব্যক্তি রোহিঙ্গাদের এনে বাড়ির পাশে মুড়ায় রাখছেন।তখন তারা রোহিঙ্গা পাচারকারিদের বাঁধা দেওয়ায় তাদেরকে প্রানে মারার চেষ্টা করে। আজ তিনদিন ধরে তারা বাড়িছাড়া। এর আগেও আমার দুই দেবর ও ভাসুর তাদের ভয়ে বাড়ি ছাড়া হয়েছে। এখন এক ভাসুরও তাদের ভয়ে বাড়ি ছেড়ে যাওয়ার অবস্থা। রোহিঙ্গা পাচারকারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা মধুপুর থানায় জানালেও মধুপুর থানার পুলিশ কোন ব্যবস্থা নেয় নি বলে অভিযোগ করেন তারা। তাই আমরা এখন বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিকের দারস্থ হয়েছি। 



    Akb tv news  

    08.08.2025

     


    3/related/default