আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চুরি যাওয়া স্বর্ণালংকার ও এসির সরঞ্জাম সহ তিন চোর আটক।। AKB TV News

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধিঃ

    চুরি যাওয়া স্বর্ণালংকার এবং এসির সরঞ্জাম সহ তিন চোরকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ।মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত জানান এস ডি পিও দেবপ্রসাদ রায়।তিনি জানান, গত তেসরা আগস্ট দূর্গা চৌমুহনী এলাকার বাসিন্দা হার্ট স্পেশালিষ্ট ডাঃ রাকেশ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরেরা বাড়ির সকলের অনুপস্থিতিতে বাড়ির মন্দিরে ডুকে মন্দির থেকে সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। সব কিছু মিলিয়ে প্রায় তিন ভরি গয়না হবে। এরপর ডাঃ রাকেশ দাসের বাবা শঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে।সেই মোতাবেক বিকি তাঁতি ও গোপাল দাস নামে দুজনকে চিহ্নিত করে আটক করে পুলিশ।এদের কাছ থেকে চুরি যাওয়া সোনার গয়না গুলি ও একটি ছুরি পাওয়া গেছে। এদের বাড়ি রাধানগর এলাকায়। ধৃতদেরকে মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পাশাপাশি এসি মেশিন চুরির অভিযোগে এসি মেশিনের বিভিন্ন যন্ত্রপাতি সহ এক চোরকে আটক করা হয়েছে বলে জানান তিনি।


    Akb tv news  

    05.08.2025



    3/related/default