নিজস্ব প্রতিনিধিঃ
ফের
সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত
গায়েত্রী কর্মকারের উন্নত চিকিৎসার জন্য পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক
সাহায্য করা হয়েছে। এরজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা
জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি জানান, আগরতলার উজান অভয়নগরের বাসিন্দা গায়েত্রী কর্মকার তাঁর চিকিৎসার সহায়তার জন্য
আবেদন জানিয়েছিলেন। আমি তৎক্ষণাৎ পিএম রিলিফ ফান্ডের জন্য পাঠাই এবং খুব অল্প
সময়ের মধ্যেই এর মুঞ্জুরি মিলেছে l উন্নত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে, যতগুলি আবেদন
পাঠানো হয়েছে, প্রধানমন্ত্রী প্রত্যেকটিকেই আন্তরিক দৃষ্টিতে মঞ্জুরি দিয়েছেন বলে
তিনি জানানl
Akb tv news
05.08.2025