আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিজ্ঞান উন্নত হলেও মানুষের রক্ত আবিস্কার করতে পারেনি।। মন্ত্রী কিশোর বর্মন।। AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শনিবার নলছড় আর ডি ব্লকের অন্তর্গত বৈরাগী বাজার রাম ঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে মন্দির প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের সূচনা করেন  রাজ্যের উচ্চ শিক্ষা এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী রাম ঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, মানুষ আজ চাঁদে পৌঁছে গিয়েছে। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। কিন্তু বিজ্ঞান শুধু দুটো জিনিস আবিষ্কার করতে পারেনি এক মানুষের প্রাণ এবং দ্বিতীয় মানুষের শরীরের রক্ত। তাই রক্ত একমাত্র দানের মাধ্যমেই পাওয়া যায়। রক্ত পৃথিবীর কোন কারখানায় উৎপন্ন হয় না। তাই সবাইকে স্বেচ্ছায়  রক্তদানে এগিয়ে আসার জন্য আহবান জানান মন্ত্রী।



    Akb tv news  

    16.08.2025


    3/related/default