নিজস্ব প্রতিনিধিঃ
প্রয়াত হলেন নাগাল্যান্ডের রাজ্যপাল তথা পশ্চিম বাংলার প্রাক্তন
রাজ্যপাল লা গনেশন। শুক্রবার সন্ধ্যা রাতে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী। শনিবার এক্স মাধ্যমে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী
লিখেছেন, “একজন আদ্যোপান্ত জাতীয়বাদী হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।” জাতির
উন্নয়নে কীভাবে কাজ করেছেন লা গনেশন, সে কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও
লিখেছেন, “তিনি তামিলনাড়ু
জুড়ে বিজেপি’র বিস্তারে সাহায্য করেছেন। তামিল সংস্কৃতির প্রতিও তাঁর গভীর ভালবাসা
ছিল বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।”
Akb tv news
16.08.2025